মঞ্চে আলো ঝলমলে পরিবেশ। কোমরের দোলায় মোহাচ্ছন্ন দর্শক। ছন্দের তালে তালে সারা শরীর দুলছে তাঁর। স্টার জলসার পুরস্কার মঞ্চে অসাধারণ বেলি ডান্স পরিবেশন করলেন অভিনেত্রী সৃজলা গুহ। মুগ্ধ হয়ে হাততালি দিলেন দেব, রুক্মিণী, মনামীসহ উপস্থিত সকলে। তাঁর নাচের এই উপস্থাপনা দর্শকের মন জয় করলেও বিতর্কও জন্ম দিয়েছে।
সৃজলার অভিনয় দক্ষতার প্রমাণ দর্শক আগেই পেয়েছেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর তিনি লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেন, প্রকাশিত হয় তাঁর প্রথম বই ‘ফরএভার জানুয়ারি’। এবার নতুন ভূমিকায় সামনে এলেন সৃজলা—একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে।
তবে তাঁর নৃত্যশৈলীর প্রশংসার পাশাপাশি কিছু বিতর্কও উঠেছে। অনেকের দাবি, বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফতেহির অনুকরণ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মুখ খুললেন সৃজলা। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী স্পষ্ট জানালেন, “নাচ আমার ছোটবেলা থেকেই ভালোবাসার জায়গা। অনেকে বলেন আমি নোরা ফতেহির অনুকরণ করছি, কিন্তু তা সত্য নয়। নোরা খ্যাতি পাওয়ার অনেক আগেই আমি বেলি ডান্স অনুশীলন শুরু করি। আমার নিজস্ব স্টাইল রয়েছে, যা আমি বছরের পর বছর ধরে গড়ে তুলেছি।”
সৃজলা জানান, আজ থেকে ১০ বছর আগে দুবাইয়ের এক নৃত্যশিল্পীর কাছ থেকে তিনি বেলি ডান্সের প্রশিক্ষণ নেন। অভিনয়ের পাশাপাশি নাচের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই ছিল। ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর এখন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পাহাড়ের কোলে বসে সূর্যোদয় দেখার মতো মুহূর্ত উপভোগ করছেন তিনি। তবে তিনি কোথায় গিয়েছেন বা কার সঙ্গে রয়েছেন, সেই তথ্য গোপন রাখতে চান।
তবে ভ্রমণ শেষ করেই আবার নতুন পরিকল্পনা নিয়ে সামনে আসবেন তিনি। আগামী ২১ অক্টোবর কলকাতায় ফিরেই নতুন কোনও প্রকল্পের প্রস্তুতি শুরু করবেন সৃজলা। অভিনয়, নাচ, লেখালেখি—সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই প্রতিভাবান অভিনেত্রী।