টলিপাড়ায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হওয়ার খবর এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আরেকটি জনপ্রিয় মেগা ধারাবাহিক — ‘পিলু’। পুজোর পরেই নাকি বন্ধ হয়ে যেতে চলেছে আহির ও পিলুর এই সংগীতময় গল্প। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্টুডিয়োপাড়ায়।
সম্প্রতি ‘উমা’, ‘যমুনা ঢাকি’, ‘অপরাজিতা অপু’-সহ একাধিক ধারাবাহিক তাদের শেষ পর্বে পৌঁছেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নাকি বিদায়ের পালা ‘পিলু’র। এই ধারাবাহিক একসময় টিআরপি-র দিক থেকে ভালো ফল করলেও, গত কয়েক সপ্তাহে দর্শকসংখ্যায় ধস নেমেছে। শুরুতে ‘পিলু’ ছয়ের ওপরে নম্বর পেলেও, এখন তা অনেকটাই কমে গেছে।
দর্শকদের একাংশের অভিযোগ, কাহিনির মূল চরিত্র আহির ও পিলুকে আর তেমনভাবে দেখা যাচ্ছে না। গল্পের কেন্দ্রে এখন জায়গা করে নিয়েছে রঞ্জা ও মল্লারের সম্পর্কের টানাপড়েন। অনেকে এমনও মজা করে বলছেন, ধারাবাহিকের নাম বদলে এখন ‘রঞ্জা-মল্লার’ করে দেওয়া উচিত! যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি এখনো পর্যন্ত।
এই প্রসঙ্গে ধারাবাহিকের মুখ্য অভিনেতা গৌরব রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “হ্যাঁ, আমিও শুনেছি এমন কিছু। তবে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি আমাদের। তাই এখনও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”
প্রসঙ্গত, ‘পিলু’র সম্প্রচারের সময়েই অন্য এক চ্যানেলে শুরু হয়েছিল ‘নবাব নন্দিনী’। পরে শুরু হলেও নবাব ও নন্দিনীর প্রেমকাহিনি অনেকটাই এগিয়ে গিয়েছে টিআরপি-র দিক থেকে। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ‘পিলু’।
এদিকে পুজোর পর ‘স্টার জলসা’ ও ‘জি বাংলা’ — দুই চ্যানেলেই একাধিক নতুন ধারাবাহিক সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। তাই গুঞ্জন বাড়ছে, পিলুর জায়গা নেবে নতুন কোন ধারাবাহিক? তার উত্তর পাওয়া যাবে শিগগিরই।
এখন দেখার বিষয়, আদৌ বন্ধ হচ্ছে কি না ‘পিলু’, নাকি নতুন মোড় নিয়ে আবার ফিরবে আহির-পিলুর সুরের জগতে প্রেমের সুর?