Breaking
14 মার্চ 2025, শুক্র

কোয়েল মল্লিক: প্রথম ছবির শ্যুটিংয়ে লুকিয়ে পড়েছিলেন! কে তাঁকে উদ্ধার করলেন?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আজ বাংলা বাণিজ্যিক সিনেমার অন্যতম প্রধান মুখ। তাঁর ঝুলিতে রয়েছে ৫৩টিরও বেশি চলচ্চিত্র। তিনি যেমন মূলধারার সিনেমায় সফল, তেমনই সমান্তরাল ধারার ছবিতেও তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। কিন্তু জানেন কি, ক্যামেরার সামনে প্রথম দিন দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর জন্য সহজ ছিল না? বরং, প্রথম শ্যুটিংয়ের দিনে মেকআপ রুমে লুকিয়ে পড়েছিলেন কোয়েল নিজেই! এই ঘটনার কথা অভিনেত্রী এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন।

প্রথম ছবির শ্যুটিং: নার্ভাস কোয়েল

২০০৩ সাল। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হয় কোয়েল মল্লিকের। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সুপারস্টার জিৎ। তবে এই সফর শুরু হওয়ার আগেই বেশ নার্ভাস ছিলেন তিনি। কারণ, তাঁর বাবা রঞ্জিত মল্লিক ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম নামী অভিনেতা। ফলে, বাবার সুনাম ধরে রাখতে পারবে কি না, সেই ভাবনাতেই ছিলেন কোয়েল।

শুধু তাই নয়, শ্যুটিং ফ্লোরেও ছিল বিপুল উৎসাহ। রঞ্জিত মল্লিকের মেয়ে অভিনয়ে আসছেন, এই খবরে সবাই কৌতূহলী হয়ে উঠেছিলেন। ইন্ডাস্ট্রির অনেকে জানতে চাইছিলেন, নবাগত নায়িকা কেমন কাজ করছেন? স্বাভাবিকভাবেই, প্রথম দিনের অভিজ্ঞতা বেশ চাপের ছিল কোয়েলের জন্য।

মেকআপ রুমে বন্দি!

শ্যুটিংয়ের দিন সকাল থেকেই দুশ্চিন্তায় ছিলেন কোয়েলের বাবা-মা। তাঁদের প্রশ্ন ছিল, কোয়েল ক্যামেরার সামনে ঠিকঠাক দাঁড়াতে পারবে তো? শ্যুটিং শুরু করতে কোনো সমস্যা হবে না তো? অপরদিকে, কোয়েল নিজেও ছিলেন ভীষণ স্নায়ুচাপে।

মেকআপ শেষ হওয়ার পরও তিনি ঘর থেকে বেরোতে পারছিলেন না। একাই বসে ছিলেন মেকআপ রুমে, মনে মনে ঈশ্বরকে ডাকছিলেন। ভেতরে আতঙ্ক কাজ করছিল— ক্যামেরার সামনে গেলে যদি ভুল করে ফেলেন!

উদ্ধার করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়!

ঠিক তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। পাশের শ্যুটিং ফ্লোরে কাজ করছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি শুনতে পান যে রঞ্জিত মল্লিকের মেয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন, অথচ নার্ভাসনেসের কারণে বেরোতে পারছেন না। তিনি নিজেই চলে আসেন কোয়েলের কাছে।

অভিনেত্রী জানান, “আমি তখন ভয় পেয়ে চুপচাপ বসেছিলাম। ঠিক সেই সময় সৌমিত্র জেঠু এলেন। তিনি খুব ভালোবাসা ও উৎসাহ দিয়ে আমার পাশে দাঁড়ালেন। তাঁর উপস্থিতি যেন আমার সব ভয় দূর করে দিল। শেষমেশ তিনিই আমাকে মেকআপ রুমের বাইরে নিয়ে এলেন।”

এই ঘটনাই কোয়েলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তিনি ক্যামেরার সামনে দাঁড়ান এবং বাকিটা ইতিহাস। আজও তিনি মনে করেন, সেই দিনে সৌমিত্র চট্টোপাধ্যায় পাশে না থাকলে হয়তো শ্যুটিং ফ্লোরে পা রাখাই হত না!

আজকের কোয়েল

সেই শুরুর দিন থেকে আজকের কোয়েল মল্লিক এক সুদক্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন। তিনি একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতকে। তবে এখনো তিনি মনে করেন, প্রথম দিনের অভিজ্ঞতা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাহায্য তাঁর জীবনের অন্যতম বড় শিক্ষা।