Breaking
9 মে 2025, শুক্র

হিরো আলমের ঘোষণা: “এবার বাংলাদেশ নয়, কলকাতাতেই ছবি করব”

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচন নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। জায়েদ খান, নিপুণ ও পপির মধ্যে ঘটে যাওয়া দ্বন্দ্ব এই নির্বাচনকে ঘিরেই শুরু হয়েছে। এমন এক সময়ে নতুন করে আলোচনায় উঠে এলেন বাংলাদেশের পরিচিত অভিনেতা ও প্রযোজক হিরো আলম।

বুধবার রাতে সংবাদমাধ্যমের সামনে হিরো আলম বলেন, “এই শিল্পী সমিতির নির্বাচনের সময় বারবার আমাকে এফডিসিতে অপমানিত হতে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর বাংলাদেশে কোনও সিনেমা করব না। এবার থেকে আমি কলকাতায় ছবি বানাব এবং সেখানকার শিল্পীদের নিয়ে কাজ করব।”

এই ঘোষণার পর হিরো আলমকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিনি আরও জানান, তিনি আর কখনও এফডিসি প্রাঙ্গণে পা রাখবেন না। তাঁর মতে, সেখানে তাঁকে অকারণে একাধিকবার হেনস্থা করা হয়েছে। যদিও অভিনয় থেকে দূরে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়, তাই কলকাতাতেই তিনি ছবি প্রযোজনা ও অভিনয় দুটোই করবেন।

হিরো আলম মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। পরে বগুড়া থেকে ঢাকায় এসে তিনি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেন। তিনি ‘মার ছক্কা’ নামক একটি সিনেমায় প্রধান চরিত্রেও অভিনয় করেন, যার মাধ্যমে নিজেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের কাজের পাশাপাশি হিরো আলম বলিউড থেকেও ছবির প্রস্তাব পেয়েছেন। প্রায় দুই বছর আগে ‘বিজু দ্য হিরো’ নামক একটি হিন্দি ছবিতে তাঁকে নেওয়া হয়েছিল। তবে করোনা মহামারির কারণে ছবির কাজ স্থগিত রাখা হয়েছে। হিরো আলম জানান, ছবিটিতে তিনি একজন গ্রাম্য দুধওয়ালার ছেলের চরিত্রে অভিনয় করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ছবির কাজ শুরু হবে।

নিজের অভিনয় যাত্রাকে নতুন মোড়ে নিয়ে যেতে হিরো আলম এবার কলকাতাকে বেছে নিয়েছেন। তিনি যে এবার বাংলা সিনেমার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা খুঁজছেন, তা বলাই যায়।